আমার দেখা হেফাজত ইসলাম
লিখেছেন লিখেছেন রাফসান ০৮ মে, ২০১৩, ০১:০১:০০ দুপুর
চট্রগ্রাম ইসলামী চত্বরে হেফাজত ইসলামের প্রতিটা সমাবেশে ঈমানের টানে গিয়েছিলাম । ইসলামী চত্বরে হেফাজত ইসলামী ভাইদের সাথে রাত্রীযাপন করেছি , একসাথে ঘুমায়ছি , খেয়েছি , দীন সম্পর্কে আলাপ-আলোচনা করার চেষ্টা করেছি । আমি যদি ইসলামী চত্বর না যাইতাম তাহলে হয়তো কখনো জানতাম না হেফাজত ইসলামের কর্মীরা কতোটা বিনয়ী-কোমল-শান্ত হৃদয়ের অধিকারী । তাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে তাদের নেতা , ইসলাম কায়েম নিয়ে তাদের চিন্তা-ভাবনা , এমনকি তাদের পারাবারিক বিষয় নিয়ে পর্যন্ত আলাপ করেছি । কখনো বিন্দুমাত্র মনে হয়নি তারা আগ্রাসী মনোভাব নিয়ে চলেন।
যেইদিন ছাত্রলীগ নেতা দিদারুল আলম মাসুমের নেতৃত্বে ইসলামী চত্বরে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ মিছিলে গুলি করা হয় , তখন মোবাইল থেকে ফেচবুকে নিউজ টা দেখা মাত্র আমরা উপস্থিত ক'জন বন্ধু দৌড়ায় দৌড়ায় ইসলামী চত্বরে যায় । স্বচক্ষে দেখেছে এমন একজন হেফাজত ভাইয়ের কাছ থেকে শুনি কোন রকম সংঘর্ষ ছাড়া ছাত্রলীগ অতর্কিত ভাবে তাদের উপর গুলি করে , শোনামাত্র আমার এক বন্ধু অপর এক হেফাজত ভাইয়ের কাছ থেকে জোর করে একটা লাঠি নেয়। প্রতিবাদ সমাবেশের পর মিছিল হয় , মিছিলের শেষ হওয়ার সময় দেখি এক ভাই পিছন দিক থেকে আমার বন্ধুর থেকে জোর করে লাঠি টানতেছে । ভালভাবে তাকিয়ে দেখি ঐ ভাই , যার কাছ থেকে সে জোরপূর্বক লাঠি নিয়েছিল । উনাকে এমন কেন করছে জিজ্ঞাসা করতেই উনি বলেন,
" আপনি যখন আমার থেকে লাঠি নিয়েছেন , এর পর থেকেই আমি আপনার সাথেই আছি । কারন আপনি রাগান্বিত আছেন , কখন কাকে মারেন তার ঠিক নাই । আমাদের কে লাঠি দিয়েছে আত্নরক্ষার জন্য , কাওকে আঘাত করার জন্য নয় । হুজুর আমাদের নির্দেশ দিছে যারা আমাদের বিরোধিতা করতেছে তারা আমাদের মুসলিম ভাই । তোমরা তাদের আঘাত করবা না , যেইখানে বাধা আসবে সেইখানে জায়নামাজ নিয়ে বসে পড়বে এবং দুয়া করবে যেন আল্লাহ তাদের হেদায়েত দান করেন " ।
দেখ শাহবাগিরা , এই হচ্ছে হেফাজত ইসলামের জঙ্গিগিরি । এইরকম উদাহরণ আরও ৪-৫ টা আমার কাছে আছে । আমি স্বচক্ষে দেখেছি হাটহাজারী মাদ্রাসা থেকে আগত ছাত্ররা কতোটা আল্লাহ ভীরু ও আল্লাহ-রাসুল(সঃ) প্রেমিক। আল্লাহুয়াকবার । আর সেই হেফাজত ইসলামের কর্মীদের উপর গণহত্যা চালানোয় তোরা উল্লাস করছিস , তাদের কে গরীব-মূর্খ বলছিস । ভাই তোদের জন্য হেদায়েতের দুয়া আর আসেনা । আল্লাহ তোদের বিচার অবশ্যই করবে । মনে রাখিস , এই দুনিয়ায় মরণ একবার কিন্তু ঐ দুনিয়ায় মরণ নাই । জান্নাতি বা জাহান্নামিরা সেখানে চিরস্থায়ী ভাবে মৃত্যুহীন অবস্থায় থাকবে । এই দুনিয়ায় আল্লাহ তোদের অবকাশ দিয়ে দিয়েছে , আমরা সেইদিনের বিচারের ফয়সালার জন্য অপেক্ষা করছি যেইদিন তোদের 'রূহ' থাকবে আল্লাহর হাতে ।
আমরা তোদের কখনো ক্ষমা করবনা , কখনও না । সারা বাংলাদেশের মানুষ ক্ষমা করলেও আমি না । জীবনে কোনদিন কাওকে অভিশাপ দেইনি , আজ দিচ্ছি । আল্লাহ তোদের ধ্বংস করুক .(collected)
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন